* কুষ্টিয়া জেলা কারাগারে কারা বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের ও কারাগারে সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার নিমিত্তে নিম্নোক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে।
(ক) অত্র দপ্তরের সকল সেবা কার্যক্রমসমূহ বিনামূল্যে ও সহজপ্রাপ্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
(খ) কারাগারে অসহায় ও দুঃস্থ বন্দিদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়।
(গ) কারারন্দিদের বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
(ঘ) প্রশিক্ষণ শেষে সনদ বিতরনসহ তাদের সমাজে পূনর্বাসনের বিষয়ে সহযোগীতা প্রদান করা হয়।
(ঙ) কারা বন্দিদের আত্মীয় স্বজনের সাথে সপ্তাহে একদিন টেলিফোনে কথা বলার সুযোগ প্রদান করা হয়।
(চ) বন্দীদের আত্মীয় স্বজন কর্তৃক আবেদন ক্রমে দেখা সাক্ষাত করা করানো হয়
(ছ) কারাগারে অবৈধ ও নিষিদ্ধ দ্রব্যাদি প্রবেশ রোধে ও কারাবন্দিদের নিকট স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের লক্ষে কারা অভ্যান্তরে ও বাহিরে একটি করে মোট ০২টি ক্যান্টিন রয়েছে। এখানে কারা ক্যান্টিন নীতিমালা অনুযায়ী স্বল্পমূল্যে বন্দিদের কাছে দ্রব্যাদি বিক্রয় করা হয়।
(জ) বন্দীর ওকালতনামা বাক্স প্রধান ফটকে স্থাপন করা আছে। উক্ত বাক্সটি প্রতি ঘন্টায় খোলা হয়। উক্ত ওকালতনামা কারাভ্যন্তরে সংশ্লিষ্ট বন্দীর কর্তৃক স্বাক্ষরান্তে স্বল্পতম সময়ে পুনরায় আত্মীয় স্বজনকে ফেরৎ দেওয়া হয়।
(ঝ) প্রত্যাহিক জামিনে মুক্তি প্রাপ্ত বন্দীদের তালিকা প্রধান ফটকের সামনে এলইডি বোর্ডে প্রদর্শন করা হয়, যাতে বন্দীদের আত্মীয় স্বজন সহজে বুঝতে পারে কে বা কারা জামিনে মুক্তি যাচ্ছে।
(ঞ)কারা অধিদপ্তরে অনুষ্ঠিত, ও সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক নির্দেশিত সভার কার্য বিবরণীতে উল্লেখিত বিষয়সমূহের উপর গৃহীত ব্যবস্থাদি বাস্তবায়ন করা হয়।
কুষ্টিয়া জেলা কারাগারে কারারক্ষীদের জন্য গৃহীত বিবিধ কার্যক্রমঃ-
ক) ডিপার্টমেন্টাল ষ্টোর চালু করা হয়।
খ) কারারক্ষীদের ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। কারা কর্মকর্তা/কর্মচারীদের জন্য নিয়মিত দাবা, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও কেরাম বোর্ড খেলার সু-ব্যবস্থা রয়েছে।
গ) কারারক্ষি ব্যারাকের নষ্ট ফ্যানসমূহ মেরামত করা হয়েছে।
ঘ) কারা ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ৫০টি প্লাষ্টিকের চেয়ার কেনা হয়েছে।
ঙ) কারারক্ষিদের ব্যারাকে ভাঙ্গা ১৪ টি খাট মেরামত করা হয়েছে।
চ) কারারক্ষিদের ডাইনিং রুম সংস্কার করা হয়েছে।
ছ) কারারক্ষীদের খাবারের জন্য কারারক্ষী ব্যারাকে উন্নতমানের প্লেট, গ্লাস এবং রান্নার জন্য কড়াই সরবরাহ করা হয়েছে।
জ) কারারক্ষি ব্যারাকে ডাইনিং রুম আয়রণ মুক্ত পানির জন্য ০১ (এক) টি ফিল্টার সরবরাহ করা হয়েছে।
ঝ) রির্জাভ গার্ডে বিশুদ্ধ পানির জন্য ০১(এক) টি ফিল্টার সরবরাহ করা হয়েছে।
ঞ) কারারক্ষিদের জন্য রির্জাভ গার্ড আধুনিকায়ণ করা হয়েছে।
ট) কারারক্ষীদের ক্লাবে ফুটবল খেলোয়াদের জন্য নতুন ৩০ (ত্রিশ) টি জার্সি ও ০৩(তিন) ফুটবল প্রদান করা হয়েছে।
ঠ) কারারক্ষীদের ক্লাবে ফুটবল খেলোয়াড়দের জন্য নতুন ১১ (এগারো) জোড়া বুট প্রদান করা হয়েছে।
ড) নিয়মিত কারা এলাকায় পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনা করা হয়।
ঢ) কারা এলাকায় নিয়মিত মশক নিধন ঔষধ স্প্রে করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস