Wellcome to National Portal

কুষ্টিয়া জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য 16/09/2020 খ্রিঃ তারিখ বেলা 12:30 ঘটিকায় কুষ্টিয়া জেলা কারাগার হতে ইতোমধ্যে সাজা ভোগ শেষে মুক্তি পেয়েছে এমন 35 (পঁয়ত্রিশ) জন পুরুষ ও নারীকে ব্লাস্ট (BLAST) কুষ্টিয়া ইউনিটের সহায়তায় কারা প্রাঙ্গনে পূর্নবাসনের অংশ হিসাবে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় । প্রত্যেক কে 25 কেজি চাউল, 4 কেজি ডাল, 5 কেজি আলু, 5 কেজি পিয়াজ, 2 কেজি চিনি, 3 লিটার তেল, 5 টি করে মাস্ক ও 5 টি করে সাবান প্রদান করা হয়। খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সহায়তা সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের এডিসি ( জেনারেল) জনাব লুৎফুন নাহার, জেল সুপার মোহাঃ তায়েফ উদ্দিন মিয়া, জেলার মোঃ এনামুল কবির, বেসরকারি সংস্থা ব্লাষ্ট এর জেলা সমন্বয়ক এ্যাড. শঙ্কর মূখার্জী, ব্লাস্ট এর জেলা প্রকল্প কর্মকর্তা এ্যাড. শ্রাবন্তী মূখার্জী । অনুষ্ঠানে বক্তরা কারাগার হতে মুক্তিপ্রাপ্ত এসকল নারী -পুরুষকে সমাজের মূল শ্রোতধারায় ফিরে স্বাভাবিক জীবন যাপনের জন্য পরামর্শ প্রদান করেন ।