গত কালের ভারী বৃষ্টিপাতে কারাগারে এলাকায় হাটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।ফলে শীতকালীন সবজ্বির বীজতলা এবং ফুলকপি,বাধাকপি,মূলা,টমেটোসহ সকঅ সবজ্বি পানিতে তলিয়ে যায়। এছাড়া একাটি মাঝারী সাইজের ইউক্লিপটাস গাছ বিদ্যুতের তারের উপরে উপড়ে পড়ে। কারা এলাকার বাহিরে পৌরসভার ড্রেনের পানির উচ্চতা কারা এলাকার চেয়ে বেশি উচ্চ হওয়ায় কারা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসলের ক্ষয়ক্ষতি মারাত্নক আকার ধারণ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS