Wellcome to National Portal

কুষ্টিয়া জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।অথবা জেল সুপার, কুষ্টিয়ার মোবাইল নং-01769970630 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Main Comtent Skiped

Information service from 16191

বন্দিদের স্বজনদের নিরবিচ্ছিন্ন তথ্য সেবা প্রদানের লক্ষ্যে হটলাইন (Hot Line) নম্বর 16191 ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। এই হটলাইন নম্বর থেকে নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হবে। 

ক) বন্দির অবস্থান সম্পর্কিত তথ্য;

খ) বন্দির হাজিরার তারিখ ;

গ) বন্দির সাক্ষাতের তারিখ ;

ঘ) ফোনে কথা বলার তারিখ;

ঙ) বন্দির শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য;

চ) প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য এবং 

ছ) অভিযোগ/পরামর্শ সম্পর্কিত তথ্য।