Title
কোভিড-১৯ করোনা বৈশ্বিক মহামারির কারনে কারাগারের বন্দিদের সংখ্যাধিক্য কমাতে লঘু অপরাধে দন্ডিত অনাধিক এক বছর সাজা প্রাপ্ত বন্দিদের মুক্তি প্রদানে সদাশয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া কারাগার হতে ৭৭ জন বন্দির সাজা মওকুফ করা হয়। ইতোঃমধ্যে ৪৯ জন বন্দিকে মুক্তি প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে অসহায় ও নিঃস্ব ২৮ জন বন্দি আটক থাকে । কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এবং জি.আই.জেড. এর সহায়তায় জরিমানার টাকা পরিশোধ করায় অদ্য তাদের মুক্তি দেয়া হয়েছে। আত্মীয় স্বজন না আসতে পারায় বন্দিদের আবেদনে কুষ্টিয়া কারা কর্তৃপক্ষ তাদের যাতায়াত ভাড়া প্রদান করেন। এছাড়া জেলা প্রশাসক, কুষ্টিয়ার ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে মানবিক সহায়তার খাদ্য সামগ্রী প্রদান করা হয়। জনাব মোঃ আসলাম হোসেন এর পক্ষ থেকে এন.ডি.সি. মো: মোসাব্বেরুল ইসলাম এ খাদ্য সামগ্রী বন্টন করেন। মুক্তিপ্রাপ্ত এ সকল বন্দিরা প্রায় সবাই শ্রমজীবী এবং অসহায় । মুক্তির সময় এ মানবিক সহায়তা পেয়ে দুঃস্থ বন্দিরা আনন্দিত হয়ে জেলা প্রশাসক ও কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।